স্নেহা, পুনমদীতার জোড়া হ্যাটট্রিক সহ ১০ গোল আনন্দনগরকে হারিয়ে দারুন সূচনা চলমানের

চলমান সংঘ:- ১০

আনন্দনগর:- ০

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।।  শুরু হলো মহিলা লীগ ফুটবল টুর্নামেন্ট। এবার খেলা হচ্ছে বৈকুণ্ঠ নাথ মেমোরিয়াল মহিলা ফুটবল লিগ শিরোনামে। আয়োজক ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন। ঘোষিত ক্রীড়া সূচি অনুযায়ী উদ্বোধনী ম্যাচ আনন্দনগর প্লে সেন্টার এবং চলমান সংঘের খেলাটি সকাল দশটায় অনুষ্ঠিত হয়েছে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে। আনুষ্ঠানিক উদ্বোধনী ম্যাচে চলমান সংঘ ১০ গোলের বিশাল ব্যবধানে আনন্দনগর প্লে সেন্টারকে পরাজিত করেছে। ‌ অনেকটা একতরফা খেলা হয়েছে। বিজিত আনন্দনগর প্লে সেন্টারের খেলোয়াড়রা সিনথেটিক মাঠে তেমন একটা সুবিধা করতে পারেনি। অ্যাটাকিং খেলে গোল করা দূর অস্ত, তেমন প্রতিরোধ পর্যন্ত গড়ে তুলতে পারেনি। পক্ষান্তরে শক্তিশালী চলমান সংঘের মেয়েরা দুই অর্ধে পাঁচটি করে মোট ১০ গোল হজম করিয়ে আনন্দনগর প্লে সেন্টারকে একপ্রকার পর্যুদস্ত করেছে। বিজয়ী চলমান সংঘের পক্ষে পুনমদীতা দেবনাথ দুই অর্ধে একাই চারটি গোল করে বেশ নজর কেড়েছে। খেলার ৪০ মিনিট, ৪৭ মিনিট, ৬৮ মিনিট এবং ৮৫ মিনিটে পুনমদীতা চারটি গোল করেন। তবে গোলের সূচনা হয় নয় মিনিটের মাথায় স্নেহা দেবনাথ এর সৌজন্যে। স্নেহাও ৩৮ মিনিট ও ৭০ মিনিটের মাথায় আরও দুটি গোল করে হ্যাটট্রিকের স্বীকৃতিও পায়। ‌ স্নেহা ও পুনমদীতার জোড়া হ্যাট্রিক সহ সাত গোলে আনন্দনগর অনেকটা কুপোকাৎ হয়ে যায়। এছাড়া সতীর্থ নেহা দাস ২৬ মিনিটে, লক্ষ্মী দেবনাথ ৪২ মিনিটে এবং সঙ্গীতা দাস ৫১ মিনিটে একটি করে গোল করলে চূড়ান্ত ফলাফল ১০-০ হয়। প্রথমার্ধে চলমান সংঘ ৫-০ গোলে এগিয়ে ছিল। খেলায় অসদাচরনের দায়ে রেফারি চলমান সংঘের একজনকে হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করেন। ম্যাচ পরিচালনায় ছিলেন রেফারি সুকান্ত দত্ত, পল্লব চক্রবর্তী, লিটন সাহা ও ইন্দ্রানী দে। উল্লেখ্য, ম্যাচ শুরুর আগে এক বিশেষ অনুষ্ঠানে এবারকার মহিলা ফুটবল লীগ এর আনুষ্ঠানিক উদ্বোধন হয়। উদ্বোধন করেন প্রাক্তন ফুটবলার কবিতা দেববর্মা। ‌ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি, সহ-সভাপতি, সচিব, যুগ্ম সচিব সহ অন্যান্য কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। দিনের খেলা সকাল আটটায় ফুলো ঝানু বনাম বিশ্রামগঞ্জ প্লে সেন্টার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *