নিজস্ব প্রতিনিধি, কমলপুর, ১৯ জুন: বর্ষার শুরুতেই ধলাই জেলার কমলপুরের মোহনপুর মুসলিম পাড়ায় জল জমে পরিস্থিতি চরম আকার ধারণ করেছে। পঞ্চায়েতের সঠিক নজরদারির অভাবে মুখ থুবড়ে পড়েছে জল নিষ্কাশনী ব্যবস্থা। অল্প বৃষ্টিতেই নোংরা জমা জলে প্লাবিত হচ্ছে ৪০টি পরিবার। ঘটনা কমলপুর মহকুমার সীমান্ত গ্রাম পঞ্চায়েত মোহনপুরের মুসলিম পাড়া এলাকায়।
ভারত – বাংলাদেশ সীমান্তে ২ নম্বর সীমান্ত গেট সংলগ্ন এই এলাকা মুসলিম পাড়া। প্রায় ৪০ পরিবারের বসবাস। এখানকার প্রত্যেকটি পরিবারই কৃষি নির্ভর। কয়েক পরিবারের রয়েছে ক্ষুদ্র ব্যবসা। এই স্বল্প আয়ের মানুষগুলোর জীবনে এখন বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে বর্ষার জমা নোংরা জল। হালকা বা মাঝারি বৃষ্টি হলেই জল নিষ্কাশনের ড্রেন উপচে নোংরা জল ছড়িয়ে পরে সড়কে। ঢুকে পড়ে বাড়িঘরে। এই নোংরা জল দিয়েই চলাফেরা করতে বাধ্য এলাকার বয়স্ক থেকে শিশু। ফলে জলবাহিত বিভিন্ন রোগ তাদের পিছু ছাড়ছে না। ক্ষুব্ধ এলাকাবাসী এর জন্য দায় চাপাচ্ছেন স্থানীয় পঞ্চায়েতের উপর।
তাদের অভিযোগ, এই সরকারের আমলে পঞ্চায়েত ড্রেনগুলি ঠিকঠাক পরিষ্কার করছে না। ফলে জমা নোংরা আবর্জনার কারণে অল্প বৃষ্টিতেই ড্রেন উপচে ছড়িয়ে পড়ছে নোংরা জল।
এক ক্ষুব্ধ এলাকাবাসী জানালেন জল নিষ্কাশনের ড্রেন ঠিকঠাক ভাবে পরিষ্কার ও আবর্জনা মুক্ত রাখার দায়িত্ব পঞ্চায়েতের । কিন্তু সেই কাজ কেন করছে না মোহনপুর পঞ্চায়েত সেটা রহস্যজনক। এই অবস্থায় এই জমা জলের বিষয়টি আসন্ন ত্রি স্তরিয় পঞ্চায়েত নির্বাচনে এই পঞ্চায়েতে একটি ইস্যু হয়ে দাঁড়াতে পারে বলে মনে করছেন অনেকেই ।