শ্রীনগর, ১৯ জুন (হি. স.) : জম্মু ও কাশ্মীরের রিয়াসিতে তীর্থযাত্রীদের বাসে জঙ্গি হামলার ঘটনার প্রায় দশদিন পর একজনকে গ্রেফতার করল পুলিশ। জানা গেছে, তার নাম হাকিম দীন। অভিযুক্ত ওই ব্যক্তি জঙ্গিদের নানারকমভাবে সাহায্য করেছিল বলে জানিয়েছে পুলিশ।
উল্লেখ্য, রিয়াসিতে যাত্রী বোঝাই বাস লক্ষ্য করে গত ৯ জুন একটানা গুলি চালায় জঙ্গিরা, নিয়ন্ত্রণ হারিয়ে চালক বাস নিয়ে গড়িয়ে পড়ে গভীর খাদে। জঙ্গি হানার ঘটনায় ৯ জনের মৃত্যু হয়। আহত হয়েছিলেন বহু।