আগরতলা, ১৯ জুন: জি বি হাসপাতালে চিকিৎসায় গাফিলতির কারণে স্বামীর মৃত্যু হয়েছে, এমনই অভিযোগ তুলে মৃতের স্ত্রী ও পরিবারের সদস্যরা হৈচৈ করেছেন। তাঁদের দাবি, উন্নত চিকিৎসার জন্য অন্যত্র হাসপাতালে স্থানান্তর না করায় মৃত্যু হয়েছে ওই ব্যক্তির। ওই ঘটনায় কিছুক্ষনের জন্য হাসপাতাল চত্বরে চরম উত্তেজনা ছড়িয়েছিল।
মৃতের স্ত্রী অভিযোগ করেন, গত ১৫ দিন আগে অ্যাসিড খেয়ে আত্মঘাতী হয়েছিলেন শান্তিরবাজারের বাসুদেব পাল (৩৫)। তখন তাঁকে তড়িঘড়ি শান্তিরবাজার হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে জিবি হাসপাতালে স্থানান্তর করেন। তারপর থেকে জিবি হাসপাতালেই চিকিৎসাধীন ছিলেন তিনি। মাঝে প্রায় সুস্থ হয়েও উঠেছিলেন তিনি। তখন তাঁকে বাড়ি নিয়ে যেতে চেয়েছিলেন তার স্ত্রী। কিন্তু কিছুদিন পর আবার অসুস্থ হয়ে পড়েন বাসুদেব। তখন রোগীর পরিবারের সদস্যরা উন্নত চিকিৎসার জন্য তাঁকে অন্যত্র হাসপাতালে নিতে চাইলে ছুটি দেয়নি হাসপাতাল কর্তৃপক্ষ বলে অভিযোগ। ফলে, আজ সকালে জিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে বাসুদেবের। ওই ঘটনাকে ঘিরে কিছুক্ষনের জন্য হাসপাতাল চত্বরে উত্তেজনা সৃষ্টি হয়েছিল।