আগরতলা, ১৮ জুন: আজ দুপুর থেকে টানা বৃষ্টিতে জলমগ্ন শহর আগরতলা। ফলে, অবিরাম বর্ষণে কুমারঘাট – কমলপুর সড়কে সাইকা বাড়ির কাছে ধ্বস নেমে সড়ক বন্ধ হয়ে পড়ে। ওই সড়কে যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণরূপে বিপর্যস্ত হয়ে পড়েছে। আবহাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী বিকেল সাড়ে ৫ টা পর্যন্ত সর্বাধিক বৃষ্টিপাত নতুনবাজারে ১৬৩.৬ এমএম এবং সর্বনিম্ন অমরপুর ৩.০ এমএম রেকর্ড করা হয়েছে।
এদিকে, আবহাওয়া দফতর আগামী ২৪ ঘন্টায় ধলাই জেলায়, উত্তর ত্রিপুরা জেলায়, ঊনকোটি জেলায় লাল সর্তকতা এবং বজ্রবিদ্যুৎ ও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সর্তকতা জারি করেছে। তেমনি আগামী ২৪ ঘন্টায় খোয়াই জেলায়, পশ্চিম ত্রিপুরা জেলার হলুদ সর্তকতা জারি করেছে।
প্রসঙ্গত, আজ সকাল থেকে আকাশ মেঘাচ্ছন্ন ছিল। আজ দিনভর বৃষ্টিপাতে জনজীবনে ব্যাপক প্রভাব পড়েছে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩২.৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ম ২৭.২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আজ সকালে সর্বনিম্ম তাপমাত্রা সব জেলায় স্বাভাবিকের কাছাকাছি ছিল।
মৌসম বিভাগ জানিয়েছে, আজ বিকেল সাড়ে ৫ টা পর্যন্ত আগরতলায় ৫৮.৪ এমএম বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। পশ্চিম ত্রিপুরা জেলার বোধজংনগরে ৮৮.৫ এমএম, ডিএম অফিসে ১০৬.৫ এমএম, নাগিছড়ায় ৬৩.৫ এমএম, সচিবালয়ে ৮৩.৫ এমএম, হাওরায় ৭৭.৪ এমএম বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তেমনি, সিপাহীজলা জেলার বিশ্রামগঞ্জে ২৪.০ এমএম, খোয়াই জেলায় ১২৭.৬ এমএম এবং তেলিয়ামুড়ায় ৯৪ এমএম, গোমতী জেলায় অমরপুরে ৩ এমএম বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
তাছাড়া, উত্তর ত্রিপুরা জেলার আশাপাড়ায় ৯০.৫ এমএম, কদমতলায় ৭০ এমএম এবং নতুনবাজার ১৬৩.৬ এমএম বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তেমনি, ঊনকোটি জেলায় কুমারঘাটে ১২৯.৮ এমএম এবং কৈলাসহরে ১০২ এমএম বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ধলাই জেলায় গন্ডাছড়ায় ৫১.৫ এমএম, কমলপুরে ১৫০.৬ এমএম এবং মনুঘাটে ১০৪.৬ এমএম বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।