বিজেপি সাংসদ অনন্ত মহারাজের বাড়িতে তৃণমূল সুপ্রিমো মমতা

কোচবিহার, ১৮ জুন (হি. স.): অনন্ত মহারাজের বাড়িতে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজের বাড়ির অন্দরমহলে মমতা।

সোমবার উত্তরবঙ্গে বিপর্যয়স্থলে যাওয়ার আগেই কলকাতায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন, কোচবিহারে তাঁর একটি বিশেষ কাজ রয়েছে, তিনি কোচবিহার যাবেন। মঙ্গলবার সকালে জানা যায়, মমতা যাচ্ছেন অনন্ত মহারাজের বাড়িতে। অনন্তের বেসুর, নিশীথের হার, তৃণমূলের রাজবংশীদের মন জয়ের পর অনন্ত মহারাজের বাড়িতে মুখ্যমন্ত্রীর যাওয়া রাজনৈতিক দিক থেকে যথেষ্টই ইঙ্গিতবাহী। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, লোকসভা নির্বাচনে নিশীথের হাত থেকে জমি পুনরুদ্ধারের পর সংগঠনে জোর দিয়েছে তৃণমূল। আর তার মধ্যেই অনন্ত মহারাজের বাড়িতে মুখ্যমন্ত্রীর যাওয়া রাজনৈতিক দিক থেকে যথেষ্টই গুরুত্বপূর্ণ।