আগরতলা, ১৭ জুন: রাজ্যের মহিলাদের ক্ষমতায়ন এবং অধিকারের লক্ষ্যে লড়াই করবে প্রদেশ কংগ্রেস। ফলে, আগামীদিন প্রসাশনিক দায় দায়িত্ব পালনে মহিলারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। আজ সদর জেলা মহিলা কংগ্রেসের এক সাংগঠনিক সভা একথা বলে প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা।
এদিনের সভায় উপস্থিত ছিলেন, প্রদেশ মহিলা কংগ্রেস সভানেত্রী সর্বানি ঘোষ চক্রবর্তী, সদর জেলা মহিলা কংগ্রেস সভানেত্রী রুপা রায় দাস সহ অন্যান্য মহিলা নেতৃত্বগণ।
এদিন তিনি বলেন, আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন নিয়ে প্রদেশ মহিলা কংগ্রেসের উদ্যোগে এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। পঞ্চায়েত নির্বাচনে মহিলারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।