পাথারকান্দি (অসম), ১৭ জুন (হি.স.) : করিমগঞ্জ জেলার অন্তর্গত পাথারকান্দিতে ২০ লক্ষাধিক টাকার হেরোইন উদ্ধার করেছে পুলিশ। মাদক পাচারের অভিযোগে পুলিশ তিনজনকে গ্রেফতার করেছে। ধৃতদের স্থানীয় কাবাড়িবন্দ গ্রামের আব্দুল কালামের বছর ৩১-এর ছেলে আবুল হাসান, পাথারকান্দির প্রয়াত বদরুল হকের ২১ বছর বয়সি কমরুল হক এবং মাজরকান্দি গ্রামের প্রয়াত কুবার উদ্দিনের ২২ বছর বয়সি ছেলে শাকিম হাসান বলে পরিচয় পাওয়া গেছে।
জানা গেছে, রবিবার রাতে এই তিন যুবক হেরোইনগুলো অন্যত্র পাচারের মতলবে পাথারকান্দির পুরনো সিনেমা হল-এর পেছনে একটি ঘরে বসে সুযোগের অপেক্ষায় ছিল। কিন্তু এই খবর পাথারকান্দি পুলিশের কাছে পৌঁছে যায়।
প্রাপ্ত খবরের ভিত্তিতে পাথারকান্দি থানা থেকে দলবল নিয়ে পুলিশ অফিসার বিশাল ছেত্রী ঘরটিকে চারদিক থেকে ঘিরে ভিতরে ঢুকে মাদক পাচারকারী তিন যুবককে পাকড়াও করেন। তাদের হেফাজত থেকে দুটি সাবানের কেসে ভরতি প্রায় ৯০ গ্রাম সন্দেহজনক হেরোইন সহ বেশ কয়েকটি ইনজেকশনের সিরিঞ্জ, তিনটি মোবাইল ফোনের হ্যান্ডসেট এবং নগদ কিছু টাকাও বাজেয়াপ্ত করেছে পুলিশের অভিযানকারী দল। উদ্ধারকৃত ড্রাগসগুলোর কালোবাজারি মূল্য ২০ লক্ষাধিক টাকা হবে বলে পুলিশ জানিয়েছে।
পুলিশের তদন্তকারী অফিসার বিশাল ছেত্রী জানান, ধৃতদের রাতভর থানায় জেরা করে বেশ কিছু তথ্য পেয়েছেন তাঁরা। প্রদত্ত স্বীকারোক্তির ভিত্তিতে ধৃতদের বিরুদ্ধে এনডিপিএস-এর নির্দিষ্ট ধারায় মামলা রজু করে আজ সোমবার করিমগঞ্জে সিজেএম আদালতে পেশ করা হয়েছে। আদালতের নির্দেশে তিনজনকেই জেল হাজতে পাঠানো হয়েছে।