আগরতলা-শিয়ালদহগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দূর্ঘটনাগ্রস্থ, দুঃখ প্রকাশ রেলমন্ত্রীর, হেল্পলাইন নম্বর জারি

আগরতলা, ১৭ জুন: পেছন থেকে মালগাড়ির ধাক্কায় দুর্ঘটনার কবলে পড়েছে আগরতলা-শিয়ালদহ গামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। তাতে এখন পর্যন্ত ৫ জনের মৃত্যু ও কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন বলে খবর মিলেছে। ওই ট্রেন দুর্ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক বলে অভিহিত করেছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। এদিকে ঘটনাস্থলে ছুটে যাচ্ছেন রেলমন্ত্রী ।

রেল মন্ত্রকের তরফে জানানো হয়েছে, মালগাড়ির ধাক্কায় দুর্ঘটনার কবলে পড়েছে আগরতলা-শিয়ালদহ গামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। এনডিআরএফ, বিভাগীয় দল এবং 15টি অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে উপস্থিত রয়েছে। 

রেলমন্ত্রী টুইটারে বলেছেন,  এটি একটি দুর্ভাগ্যজনক দুর্ঘটনা ঘটেছে। উদ্ধারকাজ চলছে। রেল, এনডিআরএফ এবং এসডিআরএফ একসঙ্গে কাজ করছে। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। এদিকে, ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছেছেন।

এদিকে শিয়ালদহ স্টেশনে একটি বিশেষ হেল্পলাইন নম্বর জারি করা হয়েছে,  শিয়ালদহ- ০৩৩-২৩৫০৮৭৯৪, ০৩৩-২৩৮৩৩৩২৬, গৌহাটি স্টেশন-০৩৬১২৭৩১৬২১,০৩৬১২৭৩১৬২২, ০৩৬১২৭৩১৬২৩,

কাটিহার স্টেশন-৬২৮৭৮১৮০৫, কাটিহার- ০৯০০২০৪১৯৫২, ৯৭৭১৪৪১৯৫৬, লামডিং স্টেশন -০৩৬৭৪২৬৩৯৫৮, ০৩৬৭৪২৬৩৮৩১, ০৩৬৭৪৩৬৩১২০, ০৩৬৭৪২৬৩১২৬, ০৩৬৭৪২৬৩৮৫৮।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *