Kanchanjungha Express Accident : মালগাড়ির ধাক্কায় আগরতলা-শিয়ালদহ গামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনাগ্রস্থ, মৃত ৫, আহত কমপক্ষে ৩০

আগরতলা, ১৭ জুন : পেছন থেকে মালগাড়ির ধাক্কায় দুর্ঘটনার কবলে পড়েছে আগরতলা-শিয়ালদহ গামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। তাতে এখন পর্যন্ত ৫ জনের মৃত্যু ও কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন বলে খবর মিলেছে। আহতদের অবস্থা সঙ্কটজনক নয় বলে জানা গেছে।

আজ সকাল পৌনে নয়টা নাগাদ দার্জিলিং জেলার ফাঁসিদেওয়া এলাকায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনাগ্রস্থ হয়েছে। এ-বিষয়ে দার্জিলিং জেলা অতিরিক্ত পুলিশ সুপার অভিষেক জানিয়েছেন, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে একটি মালগাড়ি পেছন থেকে ধাক্কা দিয়েছে। তাতে, ওই এক্সপ্রেস ট্রেনের ৩টি বগি লাইনচ্যুত হয়েছে। ওই ঘটনায় এখন পর্যন্ত পাঁচজনের মৃত্যু হয়েছে এবং প্রায় ৩০ জন যাত্রী আঘাত পেয়েছেন। তিনি বলেন, উদ্ধারকার্য যুদ্ধকালীন তৎপরতায় চলছে। মালগাড়ির সামনের ইঞ্জিন কাটার জন্য যন্ত্র ব্যবহার করতে হবে। সাথে তিনি যোগ করেন, আহত যাত্রীদের উদ্ধার করে স্থানীয় মাদ্রাসায় আস্থায়ীভাবে তৈরি শিবিরে রাখা হয়েছে। সেখান থেকে তাঁদের নিউ জলপাইগুড়ি পাঠানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *