BRAKING NEWS

বাইক ও গাড়ির সংঘর্ষে আহত এক

নিজস্ব প্রতিনিধি, কুমারঘাট, ১৬ জুন:  যান দুর্ঘটনা রাজ্যে নিত্যদিনের বিষয় হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিন এই রাজ্যের কোন না কোন স্থানে যান দুর্ঘটনায় প্রাণহানি ও আহত হওয়ার ঘটনা ঘটে চলেছে।

উত্তর ত্রিপুরা জেলার পাবিয়া ছড়ায় যান দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন এক চালক। কুমারঘাট থানাধীন উত্তর পাবিয়াছড়ায় যান দুর্ঘটনায় গুরুতর হন বাইক চালক শুভঙ্কর চাকমা। বাইক এবং মাল গাড়ির ট্রাকের সঙ্গে সংঘর্ষ বাধে কুমারঘাট মহকুমার উত্তর পাবিয়াছড়া নতুন ব্রিজের সম্মুখে। মাল বোঝাই টিআর ০২ সি ১৬৪৩  নম্বরের গাড়ির সাথে দ্রুতগতিতে থাকায় টিআর ০২ জে ৪৮৫৫ নাম্বারের একটি বাইক সংঘর্ষ বাধে। ঘটনায় ২৫ বছরের বাইক চালক শুভঙ্কর চাকমা গুরুতরভাবে আহত হন।

ঘটনার খবর দেওয়া হয় কুমারঘাট থানাকে।  ঘটনাস্থল থেকে আহত ব্যক্তিকে নিয়ে যাওয়া হয় কুমারঘাট মহকুমা হাসপাতালে। প্রাথমিক চিকিৎসার পর কর্মরত চিকিৎসক আহত বাইক চালকের অবস্থা গুরুতর থাকায় উন্নতমানের চিকিৎসার জন্য ঊনকোটি জেলা হাসপাতালে রেফার করেন। বর্তমানে সে চিকিৎসাধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *