ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। বৃষ্টি বিঘ্নিত ম্যাচ দিয়েই শুরু হয়েছে এবারকার সিনিয়র স্টেট মিট। প্লেট গ্রুপের খেলা। আয়োজক ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন। মেলাঘরের শহিদ কাজল স্মৃতি ময়দানে প্লেট গ্রুপের এ বিভাগের খেলায় খোয়াই ১৫৬ রানের ব্যবধানে সাব্রুম কে পরাজিত করেছে। যদিও এটি ভি জে ডি ও অন্যান্য মেথডে হিসেব-নিকেশের মাধ্যমে হয়েছে। সকাল ন’টায় ম্যাচ শুরু হলেও বৃষ্টির কারণে তা কমিয়ে ৪৬ ওভার করা হয়েছিল। টস দিতে সাব্রুম প্রথমে বোলিং এর সিদ্ধান্ত নেয়। খোয়াই প্রথমে ব্যাটিং এর সুযোগ পেয়ে ৪৬ ওভারে আট উইকেট হারিয়ে ২১৭ রান সংগ্রহ করতেই বৃষ্টিতে ম্যাচ থেমে যায়। দলের পক্ষে অভিরাজ বিশ্বাসের ৫৪ রান অর্কদ্যুতি দেব -এর অপরাজিত ৩৪ রান এবং পার্থ শবরের ৩৩ রান উল্লেখযোগ্য। সাব্রুমের প্রণব দেবনাথ ৪৬ রানে ৪টি উইকেট পেয়েছিল। জবাবে সাব্রুমের ব্যাটার্সরা তেমন ব্যাটিং নৈপুণ্য দেখাতে পারেনি। ২৪.৩ ওভার খেলে ৬১ রান সংগ্রহ করেই ইনিংস গুটিয়ে নেয়। খোয়াইয়ের সুজিত চন্দ্র দেব একাই ১২ রানের বিনিময়ে ছয়টি উইকেট তুলে নিয়ে সাব্রুমের গতি রোধ করে অল্পেতে থামিয়ে দেয়। এবং প্লেয়ার অব দ্যা ম্যাচের খেতাবও জিতে নেয়। এছাড়া, রাহুল বিশ্বাস পেয়েছে তিনটি উইকেট ১৪ রানের বিনিময়ে। সাব্রুমের প্রণব দেবনাথ সর্বাধিক ২৩ রান পায়। ৬ জন ব্যাটসম্যান শূন্য রানে প্যাভিলিয়নে ফেরেন। ১৫৬ রানে জয় ছিনিয়ে খোয়াই গুরুত্বপূর্ণ ৪ পয়েন্ট সংগ্রহ করে মাঠ ছাড়ে।
2024-06-16

