নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ জুন: অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকাদের বিভিন্ন দাবি নিয়ে সরব হল সিআইটিইউ। রবিবার সিআইটিইউ এর রাজ্য কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন রাজ্য কমিটির সাধারণ সম্পাদক সংকর প্রসাদ দত্ত।
তিনি বলেন ফিলস আদালত এবং উচ্চ আদালতে নির্দেশকে গুরুত্ব না দিয়ে অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা তাদের সঙ্গে বঞ্চনা করছে রাজ্য সরকার। তাদের মজুরি অনেক কম, এমনকি ষাট বছর বয়স হওয়ার পর থেকে তারা আর দায়িত্ব পালন করতে পারেন না। যার ফলে জীবনের বেশিরভাগ সময় সরকারি কাজে নিয়োজিত থেকেও আর্থিকভাবে তারা চিরকাল বঞ্চিতই থেকে যাচ্ছে। ইতিমধ্যেই অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকাদের গ্রাচুয়িটি প্রদান করার জন্য নির্দেশ দান করেন সুপ্রিম কোর্ট । কিন্তু রাজ্য সরকারের কোনো হেলদোল নেই। রাজ্য যাতে অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকাদের গ্রাচুয়িটি প্রদান করা হয়, তার দাবি জানান মুখ্যমন্ত্রী।