ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। ম্যাচ বৃষ্টি বিঘ্নিতই ছিল। টি-টোয়েন্টি ফরম্যাটে খেলা হয়েছে। তবে স্রেফ এক ওভার কমিয়ে। প্রথম দিনের ভেস্তে যাওয়া ম্যাচটাকে বিশেষ করে ১৬৯ রানের ইনিংসটাকে ভুলে দারুন খেলে প্রণবানন্দ বিদ্যামন্দির জয় ছিনিয়ে ফাইনালে খেলা নিশ্চিত করে নিয়েছে। গতবারের চ্যাম্পিয়ন দল বলে কথা। এবারও খেতাবের দাবিদার। ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন আয়োজিত সদর আন্তঃ স্কুল গার্লস টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে প্রণবানন্দ বিদ্যামন্দির ২৪ রানের ব্যবধানে জয়ী হয়ে ফাইনালে উঠেছে। হেরে নক আউট হয়েছে বিদ্যাসাগর বিদ্যালয়। আগামীকাল সকাল পৌনে নয়টায় পুলিশ ট্রেনিং একাডেমী গ্রাউন্ডে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে প্রনবানন্দ বিদ্যামন্দির ও আসাম রাইফেলস পাবলিক স্কুল পরস্পরের মুখোমুখি হবে। শুক্রবারের খেলায় বেলা দেড়টা নাগাদ ম্যাচ শুরুতে টস জিতে বিদ্যাসাগর বিদ্যালয় বৃহস্পতিবারের মতোই প্রথমে ফিল্ডিং এর সিদ্ধান্ত নিয়ে প্রণবানন্দ বিদ্যামন্দির কে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায়। সীমিত ১৯ ওভারে প্রণবানন্দ বিদ্যামন্দির এক উইকেট হারিয়ে ১৪৩ রান সংগ্রহ করে। দলের পক্ষে অস্মিতা রায় সর্বাধিক ৪১ রান পায়। অস্মিতা ৪৮ বল খেলে চারটি বাউন্ডারি হাঁকিয়ে ৪১ রান সংগ্রহ করে দলের জন্য চ্যালেঞ্জিং স্কোর গড়ার পাশাপাশি বোলিংয়েও দুর্দান্ত সাফল্য পায়। জবাবে বিদ্যাসাগর বিদ্যালয় ব্যাট করতে নামলে অস্মিতা একাই ১৯ রানে চারটি উইকেট তুলে নেয়। এছাড়া, প্রজ্জালিকা চক্রবর্তী বাইশ রানে তিনটি এবং অভিজ্ঞা বর্ধন ১৮ রানে একটি উইকেট পায়। বিদ্যাসাগর বিদ্যালয় নয় উইকেট হারিয়ে ১১৯ রান সংগ্রহ করতেই নির্ধারিত ১৯ ওভার শেষ হয়ে যায়। দলের পক্ষে লক্ষ্মী দেবনাথ ২৪ রান এবং স্নেহা দেবনাথ ২২ রাম সংগ্রহ করলেও অন্যদের ব্যর্থতায় শেষ রক্ষা সম্ভব হয়নি। ব্যাটে বলে দুর্দান্ত তথা অলরাউন্ড পারফরম্যান্সের সৌজন্যে অস্মিতা রায় পেয়েছে প্লেয়ার অব দ্যা ম্যাচের খেতাব।