চলতি বছরের বর্ষাকালীন অধিবেশনেই নতুন সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করতে পারেন নির্মলা

নয়াদিল্লি, ১৪ জুন (হি. স.): নতুন এনডিএ সরকার গঠনের পর ২৪ জুন লোকসভার প্রথম অধিবেশন বসতে চলেছে। সেই অধিবেশনেই লোকসভায় নবনির্বাচিত সাংসদরা শপথ গ্রহণ করবেন। অধিবেশন চলবে ৩ জুলাই পর্যন্ত। সংসদ বিষয়ক মন্ত্রী কিরেণ রিজিজু এক্স হ্যান্ডেল থেকে প্রথম অধিবেশনের কথা ঘোষণা করেন।

সূত্রের খবর, অষ্টাদশ লোকসভার প্রথম অধিবেশন মিটতেই ২২ জুলাই থেকে শুরু হতে পারে সংসদের বর্ষাকালীন অধিবেশন। এই অধিবেশন চলতে পারে ৯ আগস্ট পর্যন্ত। বর্ষাকালীন অধিবেশন চলাকালীন মোদী সরকার ২০২৪-২৫ এর জন্য পূর্ণাঙ্গ বাজেট পেশ করতে পারে। জানা যাচ্ছে, বর্ষাকালীন অধিবেশন শুরুর প্রথম দিনেই অর্থমন্ত্রী নির্মলা সীতারামন পেশ করতে পারেন বাজেট।

উল্লেখ্য, গত ১ ফেব্রুয়ারি অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ২০২৪-২৫ সালের অন্তর্বর্তী বাজেট পেশ করেছিলেন। সেসময়ে বিগত ১০ বছরে মোদী সরকারের অর্থনৈতিক সাফল্য তুলে ধরেছিলেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *