আগরতলা, ১৪ জুন : ফায়ার সার্ভিসের নিয়োগ সংক্রান্ত পরীক্ষা সম্পন্ন করার দাবিতে রাজধানীর জয়নগর ফায়ার স্টেশনের সামনে বিক্ষোভ দেখিয়েছেন চাকুরী প্রত্যাশিত যুবকরা। কিন্তু দাবি জানাতে গিয়ে পুলিশের হাতে বহু চাকুরী প্রত্যাশিত যুবকদের আটক করা হয়েছে।
তাঁদের অভিযোগ, ২০২২ সালে ত্রিপুরা ফায়ার সার্ভিসের ৩২৯টি পদে নিয়োগের জন্য নোটিশ জারি করা হয়েছিল। তার কিছু দিন পর শারীরিক ও রিটেন পরীক্ষা নেওয়া হয়েছিল। শারীরিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিল বহু যুবক। কিন্তু এখনো পর্যন্ত ফায়ার সার্ভিসের মৌখিক পরীক্ষা নেওয়া হয়নি। তার ফলে নিয়োগ প্রক্রিয়া সমাপ্ত করা হচ্ছে না।