অমরাবতী, ১৪ জুন (হি.স.): অন্ধ্রপ্রদেশের কৃষ্ণা জেলায় মিনি ট্রাক ও কন্টেনার লরির মধ্যে সংঘর্ষে প্রাণ হারালেন ৬ জন। শুক্রবার ভোরে দুর্ঘটনাটি ঘটেছে ক্রুথিভেন্নু মন্ডলের অন্তর্গত সিথানাপল্লী গ্রামের কাছে। পুলিশ জানিয়েছে, ভোর ৫টা নাগাদ এই দুর্ঘটনাটি ঘটেছে। মিনি ট্রাক ও কন্টেনার লরির চালক ও আরও ৩ জন দুর্ঘটনাস্থলেই প্রাণ হারান, পরে আরও একজনের মৃত্যু হয়।
পুলিশ জানিয়েছে, শুক্রবার ভোর ৫টা নাগাদ ক্রুথিভেন্নু মন্ডলের অন্তর্গত সিথানাপল্লী গ্রামের কাছে একটি মিনি ট্রাক ও কন্টেনার লরির মধ্যে সংঘর্ষ হয়। বিকট শব্দ শুনে দুর্ঘটনাস্থলেই ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। মাছিলিপত্তনমের ডিএসপি সুবহানী বলেছেন, “কাঠের সামগ্রী বহনকারী একটি ট্রাক্টরকে ওভারটেক করার সময় মিনি ট্রাকটি কন্টেনার লরিতে ধাক্কা মারে। ৫ জন ঘটনাস্থলেই মারা যায়, আর একজন হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যায়।”