আগরতলা, ১৩ জুন: গতকাল গভীর রাতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাড়ি রাস্তার পাশে খাদে ছিটকে পড়েছে। কিন্তু ওই ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের কোনো খবর নেই।
ঘটনার বিবরণে জনৈক এলাকাবাসী জানিয়েছেন, গতকাল রাতে বিশালগড় মহকুমা রাস্তা মাথা এলাকায় বিকট শব্দ শোনতে পেয়েছেন। সকালে উঠে দেখতে পেয়েছেন একটি গাড়ি রাস্তার পাশে খাদে পড়ে রয়েছে। কিন্তু ওই গাড়ির চালককে কোনো হদিশ পাওয়া যায়নি।