নিট ইউজি-তে কোনও দুর্নীতি হয়নি : ধর্মেন্দ্র প্রধান

নয়াদিল্লি, ১৩ জুন (হি.স.): পেপার ফাঁসের অভিযোগকে ঘিরে বিতর্কে মেডিক্যালের স্নাতকে ভর্তির যোগ্যতা নির্ণায়ক পরীক্ষা ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট আন্ডার গ্র্যাজুয়েট (নিট ইউজি)। কিন্তু, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান জানিয়ে দিলেন, নিট ইউজি পরীক্ষায় কোনও দুর্নীতি হয়নি।

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বৃহস্পতিবার বলেছেন, “কোনও দুর্নীতি হয়নি। নিট পরীক্ষার ক্ষেত্রে ২৪ লক্ষ পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। সুপ্রিম কোর্টে শুনানি চলছে এবং এই ইস্যুটি প্রায় ১,৫০০ পরীক্ষার্থীর বিষয়ে। সরকার আদালতে জবাব দিতে প্রস্তুত। এই সুনির্দিষ্ট বিষয়টি বিবেচনায় নিয়ে শিক্ষাবিদদের একটি কমিটি গঠন করা হয়েছে। সরকার এটিকে আদালতের সামনে উপস্থাপন করবে…এনটিএ দেশে ৩টি বড় পরীক্ষা সফলভাবে পরিচালনা করে, যা নিট, জেইই এবং সিইউইটি। আমরা দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।”

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী হিসেবে বৃহস্পতিবারই দায়িত্বভার গ্রহণ করেন ধর্মেন্দ্র প্রধান। এরপর তিনি আশ্বস্ত করে বলেছেন, “আমি পরীক্ষার্থী এবং তাঁদের অভিভাবকদের আশ্বস্ত করতে চাই, ভারত সরকার এবং এনটিএ তাঁদের ন্যায়বিচার দিতে প্রতিশ্রুতিবদ্ধ। ২৪ লক্ষ পরীক্ষার্থী সফলভাবে নিট পরীক্ষা দিয়েছে। কোনও পেপার ফাঁস হয়নি, তেমন কোনও প্রমাণ এখনও পাওয়া যায়নি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *