নয়াদিল্লি, ১৩ জুন (হি. স.): জম্মু ও কাশ্মীরে পরপর জঙ্গি হামলার জেরে এবার পরিস্থিতি খতিয়ে দেখতে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জানা গেছে, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল-সহ অন্য আধিকারিকদের সঙ্গে বৃহস্পতিবার বৈঠকে বসেন প্রধানমন্ত্রী।
জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসবাদ মোকাবিলায় যাতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়, সে বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গেও বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিরাপত্তা বাহিনী মোতায়েন এবং সন্ত্রাসবিরোধী অভিযান সম্পর্কে তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শাহের সঙ্গে কথা বলেছেন বলে জানা গিয়েছে। জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহার সঙ্গেও কথা বলেন প্রধানমন্ত্রী।
সূত্রের খবর, বৈঠকে প্রধানমন্ত্রীকে সেখানকার নিরাপত্তা সম্পর্কিত পরিস্থিতির সম্পূর্ন বিবরণ দেওয়া হয়, জানানো হয় সন্ত্রাসবিরোধী অভিযান সম্পর্কেও। বৈঠকে মোদী দেশের সন্ত্রাস দমন ক্ষমতার পূর্ন স্পেকট্রাম মোতায়েন করার কথা বলেছেন। সন্ত্রাস দমন অভিযান জোরদার করার নির্দেশ দিয়েছেন।
উল্লেখ্য, গত কয়েকদিনে পরপর জঙ্গি হামলার ঘটনা ঘটতে শুরু করেছে জম্মু ও কাশ্মীরে। নরেন্দ্র মোদীর শপথের সন্ধ্যায় রিয়াসিতে জঙ্গি হামলা হয়। এরপর ডোডা এবং কাঠুয়াতেও হামলা চালায় জঙ্গিরা।