নয়াদিল্লি, ১৩ জুন (হি.স.): রাজধানী দিল্লিতে জলের সঙ্কট এখনও মেটেনি। জলের জন্য হাহাকার পড়ে গিয়েছে দেশের রাজধানীতে। দিল্লিবাসীর সমস্যা মেটাতে নিরন্তর প্রচেষ্টারত দিল্লির জলমন্ত্রী অতিশী। জাতীয় রাজধানীতে জলের ঘাটতির প্রেক্ষিতে মন্ত্রী অতিশী এডিএম/এসডিএম ও তহসিলদারদের টিমের সঙ্গে অক্ষরধামের কাছে জল ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক পরিদর্শন করেছেন।
অতিশী বলেছেন, “আমরা এখানে এসেছি, সোনিয়া বিহার থেকে দক্ষিণ দিল্লির বিভিন্ন এলাকায় মূল জলের পাইপলাইন পরীক্ষা করতে। ঊর্ধ্বতন আধিকারিকদের সমস্ত পাইপলাইন খতিয়ে দেখার নির্দেশ দেওয়া। আমরা জলের অপচয় বন্ধ করার জন্য পদক্ষেপ নিয়েছি। ওয়াজিরাবাদ ব্যারেজ এবং মুনাক খালে যমুনার জল পেলেই জলের ঘাটতি দূর করা সম্ভব।