গাজোল, ১৩ জুন (হি. স.) : মালদার সাহাজাদপুর গ্রাম পঞ্চায়েতের পূর্ব রানীপুর গ্রামে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির পচাগলা দেহ উদ্ধার হল । মাঠের পাশে ঝোপের মধ্যে দেহটি পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। তাঁরা খবর দেন গাজোল থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে যান গাজোল থানার আইসি চন্দ্রশেখর ঘোষাল সহ পুলিশবাহিনী।
মৃতদেহে পচন ধরে যাওয়ায় স্থানীয়রা কেউ ওই ব্যক্তিকে চিনতে পারেননি। ভবঘুরে বলেও মনে করছেন অনেকে। দেহ উদ্ধার করে নিয়ে যাওয়া হয় গাজোল স্টেট জেনারেল হাসপাতালে। এরপর ময়নাতদন্তের জন্য পাঠানো হবে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে । তবে ওই ব্যক্তি কে, কীভাবেই বা তাঁর মৃত্যু হল সেসব এখনও স্পষ্ট নয়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে গাজোল থানার পুলিশ ।