গাজিয়াবাদ, ১৩ জুন (হি.স.): উত্তর প্রদেশের গাজিয়াবাদে একটি বাড়িতে আগুন লেগে প্রাণ হারালেন ৫ জন। এছাড়াও এই অগ্নিকাণ্ডে দু’জন আহত হয়েছেন। শর্টসার্কিটের কারণে এই আগুন লাগে বলে মনে করা হচ্ছে। অতিরিক্ত পুলিশ কমিশনার অঙ্কুর বিহার ভাস্কর বর্মা বলেছেন, বুধবার মধ্যরাতে লনি বর্ডার থানার অন্তর্গত বেহতা হাজিপুরে একটি বাড়িতে আগুন লাগার খবর পাওয়া যায়।
আগুন লাগার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও দমকল। দমকল কর্মীরা এক মহিলা ও একটি বালককে উদ্ধার করেন। দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নেভাতে সক্ষম হন দমকল কর্মীরা। পরে ৫ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। নিহতরা হলেন – সাইফুল রেহমান (৩৫), তাঁর স্ত্রী নাজিরা (৩২), মেয়ে ইসরা (৭), ফৈয়জ (৭ মাস) ও ফারহিন ওরফে পারভীন (২৫)। আহতরা হলেন আরশ (১০) ও উজমা (২৫)। আহতদের দিল্লির জিটিবি হাসপাতালে ভর্তি করা হয়।