শ্রীনগর, ১২ জুন (হি. স.): জম্মু ও কাশ্মীরের রিয়াসিতে হামলার রেশ না কাটতেই ফের উপত্যকায় সন্ত্রাসবাদী হামলা চালাল জঙ্গিরা। এবার কাঠুয়ায় গ্রামে ঢুকে গুলি চালাল জঙ্গিরা। পাল্টা জবাব দেয় নিরাপত্তা বাহিনীও। মঙ্গলবার রাতেই এক জঙ্গিকে নিকেশ করা হয়। বুধবার আরও এক জঙ্গিকে নিকেশ করার খবর জানানো হয় নিরাপত্তা বাহিনীর তরফে।
জানা গেছে, মঙ্গলবার হামলা চলে কাঠুয়া জেলায়। সেখানে হিরানগর সেক্টরের সাইদা গ্রামে হামলা চালায় জঙ্গিরা। যে বাড়িতে হামলা চালায় জঙ্গিরা, সেই বাড়ির মালিকই নিরাপত্তা বাহিনীকে খবর দেন। ঘটনাস্থল ঘিরে ফেলে বাহিনী। জঙ্গি দমন অভিযানে পুলিশ ও প্যারামিলিটারিও যোগ দেয়। গুলির লড়াইয়ে মঙ্গলবার রাতে এক জঙ্গি নিকেশ হয়। বুধবার আরও এক জঙ্গি নিকেশ হয়েছে বলে জানা গেছে।