এনডিএ-র টানা তৃতীয় জয় ‘ভারতের ইতিহাসে একটি ঐতিহাসিক কীর্তি’, বিজয় উৎসবে বললেন মন্ত্রী সুশান্ত চৌধুরী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুন:
এনডিএ-র টানা তৃতীয় জয় ‘ভারতের ইতিহাসে একটি ঐতিহাসিক কীর্তি’। তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রীর মসনদে বসেছেন নরেন্দ্র মোদী। সোমবার মজলিশপুর বিধানসভা এলাকায় বিজয় উৎসবে এমনটাই বললেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। 

পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে ভারতীয় জনতা পার্টির ঐতিহাসিক জয় উদযাপন ও কেন্দ্রে তৃতীয় বারের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতীয় জনতা পার্টির সরকার গঠনের জন্য সোমবার বিকেলে মজলিশপুর বিধানসভার মোহনপুরের রাণীরগাঁও বিদ্যালয় ময়দান পরিসরে আয়োজিত এক সুবিশাল বিজয় উৎসবে অংশগ্রহণ করে বিজয় উৎসবে আগত সকল দলীয় কার্যকর্তা ও সহযোদ্ধা বন্ধুদের হৃদয়ের  ধন্যবাদ জানান মজলিশপুর কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী সুশান্ত চৌধুরী।

তিনি বলেন মজলিশপুর বিধানসভা কেন্দ্রের গণদেবতারা লোকসভা নির্বাচনে পশ্চিম ত্রিপুরা আসনে দলীয় প্রার্থী বিপ্লব কুমার দেব কে মজলিশপুর বিধানসভা কেন্দ্রে ২৬, ৭৮৯ ভোটের ব্যবধানে জয়যুক্ত করেছেন। তাই তিনি নিজ বিধানসভা কেন্দ্রের গণদেবতা ও দলীয় কার্যকর্তাদের ধন্যবাদ জানান।

মন্ত্রী সুশান্ত চৌধুরী  তার সহযোদ্ধা যুব মোর্চার ভাইদের এবং মহিলা মোর্চার বোনেদেরকেও  অভিনন্দন ও ধন্যবাদ জানান। তিনি বলেন, আমরা বিশ্বাস করি, এই জয় একা আমাদের জয় নয়, কেবল ভারতীয় জনতা পার্টিরই জয় নয়, এই জয় আপনাদের প্রত্যেকের, এই জয় ত্রিপুরাবাসীর।

এনডিএ-র টানা তৃতীয় জয়কে ‘ভারতের ইতিহাসে একটি ঐতিহাসিক কীর্তি’ বলে অভিহিত করে তিনি বলেন, সারা দেশের মানুষের সাথে আমাদের রাজ্যের সচেতন ভোটাররাও তাদের সম্পূর্ণ বিশ্বাস বিজেপি এবং এনডিএ-তে রেখেছে। এই বিজয় বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের বিজয়। এটা বিকশিত ভারতের প্রতিশ্রুতির জয়। এটা সবকা সাথ, সবকা বিকাশের মন্ত্রের জয়।  তিনি দলের একনিষ্ঠ কার্যকর্তাদের তাদের কঠোর পরিশ্রমের জন্য ধন্যবাদ জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *