মুম্বই, ১০ জুন (হি.স.) : বাণিজ্যনগরী মুম্বইয়ে বর্ষা ঢুকে পড়েছে, শুরুও হয়েছে বৃষ্টি। এই পরিস্থিতি মুম্বই-সহ মহারাষ্ট্রের ৬টি জেলায় ভারী বৃষ্টিপাতের কমলা সতর্কতা জারি করল আবহাওয়া দফতর। মুম্বই ছাড়া বাকি স্থানগুলি হল থানে, রত্নাগিরি, সিন্ধুদুর্গ, লাতুর ও নান্দেদ। ইতিমধ্যেই বৃষ্টি শুরুও হয়ে গিয়েছে মুম্বইয়ে। সোমবার মুম্বইয়ে ৬৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
মুম্বই আইএমডি-র অধিকর্তা সুনীল কাম্বলে বলেছেন, আগামী ২৪ ঘণ্টা মুম্বই, থানে, রত্নাগিরি, সিন্ধুদুর্গ, লাতুর এবং নান্দেদে ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। রবিবারই মুম্বইয়ে ঢুকে পড়েছে বর্ষা। সময়ের আগেই এবার বর্ষা ঢুকে পড়েছে বাণিজ্যনগরীতে। ভারী বৃষ্টির জেরে মুম্বইয়ের কিছু জায়গায় জলও জমে গিয়েছে।