রিয়েসি সন্ত্রাসী হামলায় ব্যথিত মনোজ সিনহা, আর্থিক সহায়তা ঘোষণা উপ-রাজ্যপালের

জম্মু, ১০ জুন (হি.স.): জম্মু ও কাশ্মীরের রিয়েসিতে তীর্থযাত্রীদের বাসে সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা করলেন জম্মু ও কাশ্মীরের উপ-রাজ্যপাল মনোজ সিনহা। পাশাপাশি পুণ্যার্থীদের মৃত্যুতে ব্যথিত তিনি। সোমবার জম্মুর সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আহতদের সঙ্গে দেখা করেন উপ-রাজ্যপাল মনোজ সিনহা। সামগ্রিক পরিস্থিতির কথা তাঁদের মুখ থেকে শোনেন তিনি।

উপ-রাজ্যপাল মনোজ সিনহা বলেছেন, “বাসের চালকের ওপর সন্ত্রাসীরা হামলা চালালে বাসটি খাদে পড়ে যায়। ৯ জন প্রাণ হারিয়েছেন এবং প্রায় ৩৭ জন আহত হয়েছেন। গতকাল উদ্ধার অভিযান শুরু হয়েছে। পুলিশ, সিআরপিএফ ও সেনা অভিযান শুরু করেছে। দোষীদের কঠোর শাস্তি দেওয়া হবে। আহতদের বাঁচানোই আমাদের অগ্রাধিকার। আমরা মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *