আগরতলা, ১০ জুন: জেআরবিটি-র মেধা তালিকা প্রকাশ করার দাবিতে জেআরবিটি বোর্ডের অধিকর্তার নিকট ডেপুটেশন প্রদান করেছেন চাকুরী প্রত্যাশীরা।
এদিন জনৈক চাকুরী প্রত্যাশী বলেন, রাজ্যের প্রায় ২৫০০ জন যুবক যুবতীরা জেআরবিটি পরীক্ষা দিয়েছিলেন। কিন্তু দীর্ঘদিন অতিক্রান্ত হয়ে যাওয়ার পরও এখনো পর্যন্ত দপ্তর মেধা তালিকা প্রকাশ করছে না। তাই বাধ্য হয়ে আজ জেআরবিটি বোর্ডের অধিকর্তার নিকট ডেপুটেশন প্রদান করা হয়েছে।