ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। জয়ে ফিরেছে প্রণবানন্দ বিদ্যামন্দির। হারিয়েছে বড়দোয়ালী স্কুল দলকে। নয় উইকেটের বিশাল ব্যবধানে।এই জয়ের সুবাদে প্রণবানন্দ বিদ্যামন্দির সেমিফাইনালে খেলার লক্ষ্যে আরও এক ধাপ এগিয়েছে। প্রথম ম্যাচে আসাম রাইফেলস পাবলিক স্কুলের কাছে ২৫ রানে হারের পর দ্বিতীয় ম্যাচে বিদ্যাসাগর বিদ্যালয় কে ৮ উইকেটে পরাজিত করেছিল। তৃতীয় ম্যাচটি ভবনস ত্রিপুরা বিদ্যামন্দিরের সঙ্গে বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ায় পয়েন্টের ভাগ পেয়েছিল। শনিবার দুপুরে পুলিশ ট্রেনিং একাডেমী গ্রাউন্ডে ম্যাচ শুরুতে টস জিতে বড়দোয়ালী স্কুল দল প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয়। সীমিত কুড়ি ওপারে ২ উইকেট হারিয়ে ৮৫ রান সংগ্রহ করে। দলের পক্ষে সায়ন্তিকা নমঃ দাস সর্বাধিক ২৪ রান পায়। প্রনবানন্দ বিদ্যামন্দিরের স্নেহা দত্ত দুটি উইকেট পেয়েছে। জবাবে ব্যাট করতে নেমে প্রনবানন্দ বিদ্যামন্দির ১২.৪ ওভার খেলে এক উইকেট হারিয়ে জয়ের প্রয়োজনীয় রান সংগ্রহ করে নেয়। দলের পক্ষে অস্মিতা রায় পাঁচটি বাউন্ডারি মেরে ৩৪ রান সংগ্রহ করে দলকে জয়ের লক্ষ্যে পৌঁছানোর পাশাপাশি প্লেয়ার অফ দ্যা ম্যাচের খেতাবও পায়। এছাড়া, অবিজ্ঞা বর্ধন ২৬ রান পেয়েছে।
2024-06-09