নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ জুন: গত ৮ জুন শনিবার সোনামুড়া মহকুমার অন্তর্গত মেলাঘরের দক্ষিণ তৈবান্দাল এডিসি ভিলেজে নেউরামুড়া জেবি স্কুলে পানীয় জলের কুয়া পরিস্কার করার সময় রিং– ওয়েলের ভিতরেই তিনজন শ্রমিকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় সরব হয়েছেন সিআইটিইউ নেতৃত্বরা।
নেতৃত্বরা বলেন, রাজ্য সরকার ও এডিসি প্রশাসনের দায়িত্বহীন ও উদাসীনতায় এভাবে তিনজন শ্রমিকের মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। এর দায় নিতে হবে রাজ্য সরকার ও এ ডি সি প্রশাসনকে।
সি আই টি ইউ এবং নির্মাণ শ্রমিক ফেডারেশন নিহত তিনজন শ্রমিকের পরিবারকে পর্যাপ্ত আর্থিক সাহায্য এবং ঘটনার পূর্নাঙ্গ তদন্তের দাবী জানান।