বেঙ্গালুরু, ৭ জুন (হি.স.): মানহানির মামলায় বেঙ্গালুরুর বিশেষ আদালত স্বস্তি দিল কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে। বিজেপির দায়ের করা মানহানির মামলায় শুক্রবার বেঙ্গালুরুর বিশেষ আদালত রাহুল গান্ধীকে জামিন প্রদান করেছে। বিজেপি নেতাদের বিরুদ্ধে মিথ্যা বিজ্ঞাপনের অভিযোগ থেকে এই মামলার সূত্রপাত।
ডি কে সুরেশের সিকিউরিটিতে জামিন পেয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এই মামলার পরবর্তী শুনানি হবে আগামী ৩০ জুলাই। মানহানি মামলায় বেঙ্গালুরুর বিশেষ আদালতে হাজিরা দিতে শুক্রবার সকালেই বেঙ্গালুরুতে এসে পৌঁছন রাহুল গান্ধী। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া ও উপ-মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার। বিজেপির কর্ণাটক ইউনিটের দায়ের করা মানহানির মামলায় আদালতের সমনের প্রেক্ষিতে এদিন আদালতে হাজিরা দেন রাহুল গান্ধী।