আমেঠি, ৪ জুন (হি.স.) : উত্তর প্রদেশের আমেঠির আসনে হেরেছেন, তাও স্মৃতি ইরানি জানিয়ে দিলেন তিনি আমেঠির মানুষের সেবায় অবিরত থাকবেন। মঙ্গলবার পরাজয়ের পর আমেঠি আসনের বিজেপি প্রার্থী স্মৃতি ইরানি সাংবাদিক সম্মেলনে বলেছেন, আমি সমস্ত বিজেপি কর্মী ও সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি, যারা অত্যন্ত নিষ্ঠা ও বিশ্বস্ততার সঙ্গে নির্বাচনী এলাকা এবং দলের সেবায় কাজ করেছেন।
স্মৃতি আরও বলেছেন, “আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কাছে কৃতজ্ঞ যে, তাঁদের সরকার ৩০ বছরের অমীমাংসিত কাজ মাত্র ৫ বছরে শেষ করেছি। যারা বিজয়ী তাদের আমি অভিনন্দন জানাই। আমি আমেঠির মানুষের সেবায় নিয়োজিত থাকব।”