উত্তরপূর্বের ২৫ আসনে বিজেপি ১৩, জোটশরিক পাঁচ, কংগ্রেস ছয় ও অন্য এক আসনে এগিয়ে

ত্রিপুরা ও অরুণাচলে দু-দুটি আসনে এগিয়ে বিজেপিমণিপুরনাগাল্যান্ডমেঘালয়ে অগ্রগতি কংগ্রেসের

গুয়াহাটি৪ জুন (হি.স.) : উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলির মোট ২৫টি লোকসভা আসনের মধ্যে বিজেপি সর্বাধিক ১৩টি আসনে এগিয়ে রয়েছে। এছাড়া বিজেপির জোটশরিক এগিয়ে পাঁচ, কংগ্রেস ছয় এবং অন্য দলের এক প্রার্থী এগিয়ে রয়েছেন।

অসমের মোট ১৪ আসনের মধ্যে বিজেপি জোট ১১টিতে এগিয়ে চলেছে। একটি আসনে জোট শরিক অগপ ছাড়া বিজেপির লিড বেশি। পাশাপাশি তিনটি আসনে উল্লেখযোগ্যভাবে এগিয়ে যাচ্ছে কংগ্রেস।

ত্রিপুরার দুটি আসনেই এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থীরা। এর মধ্যে ত্রিপুরা পশ্চিম আসনে বিপ্লবকুমার দেব ৫,৮১,৬৯৫ ভোটে এবং ত্রিপুরা পূর্ব আসনে কৃতি সিং দেবী দেববর্মন ৪,৭৪,৩৭১ ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন।

অরুণাচল প্রদেশের দুটি লোকসভা আসনে কিরেন রিজিজু অরুণাচল পশ্চিম আসনে ৮৮০৯৮ এবং অরুণাচল পূর্ব আসনে তাপির গাও ২৭৫৩০ ভোটে এগিয়ে রয়েছেন।

মণিপুরের দুটি আসনে এগিয়ে কংগ্রেস প্রার্থীরা। এর মধ্যে ইনার মণিপুরে আঙ্গোমচা বিমল আকোইজাম ৬৯৪৫২ এবং আউটার মণিপুর আসনে আলফ্রেড কান্নাগাম এস আর্থার ৪৬৬৯৯ ভোটে এগিয়ে।

মেঘালয়ের দুটি আসনের একটি তুরায় কংগ্রেস প্রার্থী সালেং এ সাংমা ১,৫২,৪৭৮ ভোট এবং শিলং আসনে ভিওটিপিপি প্রার্থী ড. রিকি অ্যান্ড্রু জে সিংকন ৩,৪৬,৩৩৫ ভোটে রয়েছেন এগিয়ে।

মিজোরামের একমাত্র আসনে ক্ষমতাসীন জেডপিএম প্রার্থী মিজোরাম রিচার্ড ওয়ানলালহামংগাইহা ৬৬৮৫২ ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন।

এছাড়া নাগাল্যান্ডের একমাত্র আসনে কংগ্রেস প্রার্থী এস সুপংমারেন জামির ৪৮২৪৩ ভোটে এগিয়ে।

সিকিমের একমাত্র আসনে ক্ষমতাসীন দল এসকেএম প্রার্থী ইন্দ্রা হ্যাং সুব্বা ৭৮১৭০ ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *