ভোট মিটতেই তৃণমূলের বিরুদ্ধে একযোগে সন্ত্রাসের অভিযোগ বাম-বিজেপির

কলকাতা, ২ জুন (হি. স.): লোকসভা ভোট মিটতে না মিটতেই বিরোধীদের উপর একের পর এক হামলার অভিযোগে সরগরম রাজ্য। উত্তর কলকাতা, যাদবপুর, দমদমের মতো এলাকায় বিজেপি ও সিপিএমের পোলিং এজেন্টরা আক্রান্ত হয়েছে বলে অভিযোগ উঠেছে। এক্ষেত্রে কাঠগড়ায় তৃণমূল। হামলায় আহত হয়েছেন বেশ কয়েকজন। শনিবার রাতে উত্তর কলকাতা কেন্দ্রের অন্তর্গত ট্যাংরায় হামলা হয় বিজেপির এজেন্ট রমেশ সাউয়ের ওপর। বিজেপি প্রার্থী তাপস রায়ের এজেন্ট ছিলেন তিনি। ওদিকে ভোটের পরে বেলেঘাটা ও নারকেলডাঙা এলাকায় বিজেপির এজেন্টদের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ, বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিচ্ছে তৃণমূলের দুষ্কৃতীরা।

যাদবপুরে আক্রান্ত হয়েছে বামেরা। সেখানে ৩২ জন বাম কর্মী আক্রান্ত হয়েছেন বলে অভিযোগ করেছেন যাদবপুর কেন্দ্রের সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্য। শনিবার রাতেই সৃজন আক্রান্ত কর্মীদের সঙ্গে দেখা করেন। রবিবার সুজন চক্রবর্তীও আহতদের সঙ্গে দেখা করতে যান। যদিও তৃণমূলের তরফ থেকে সব অভিযোগই অস্বীকার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *