নিউইয়র্ক, ২ জুন (হি.স.): বিশ্বকাপের আগে বাংলাদেশকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ জিতেছিল যুক্তরাষ্ট্র।বিশ্বকাপের প্রথম খেলায় জিতে সেই ধারাবাহিকতা বজায় রাখল যুক্তরাষ্ট্র। কানাডার দেয়া পাহাড়সম লক্ষ্য তাড়া করে সহজেই জিতল মোনাঙ্ক প্যাটেলের দল।
ডালাসের গ্রান্ড প্রেইরি স্টেডিয়ামে শনিবার কানাডার দেয়া ১৯৫ রান তাড়া করে ৭ উইকেটে জিতল যুক্তরাষ্ট্র ১৪ বল হাতে রেখে।
কানাডার বড় সংগ্রহের শুরুটা ভালো করেন টপ অর্ডারের দুই ব্যাটার। ৪১ রানের উদ্বোধনী জুটি হয় কানাডার। ২৩ রান করে অ্যারন জনসন বিদায় নেন পাওয়ারপ্লের মধ্যেই। এরপর বড় জুটি করেন ওপেনার নাভনিত ধালিওয়াল ও নিকোলাস কিরটন।
৬২ রানের জুটিতে ধালিওয়াল হাফসেঞ্চুরি করেন ।৪৪ বলে ৬ চার ও ৩ ছয়ে ৬১ রান করেন ধালিওয়াল। এরপর কিরটনও ৩১ বলে ৫১ রানের ইনিংস খেলেন। যুক্তরাষ্ট্রের হয়ে ১টি করে উইকেট নেন আলি খান, হারমিত সিং ও কোরি অ্যান্ডারসন।

