কলকাতা, ২ জুন (হি.স.): টি-টোয়েন্টি বিশ্বকাপের শুরু থেকে অর্থাৎ সেই ২০০৭ সাল থেকে টানা বিশ্বকাপ খেলে আসছেন ভারতের রোহিত শর্মা ও বাংলাদেশের সাকিব আল হাসান। এরা দুজনই এবার খেলবেন ক্যারিয়ারের রেকর্ড টানা নবম টি-টোয়েন্টি বিশ্বকাপ। আন্তর্জাতিক ক্রিকেটের ধকল, ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের চাপ আর ইনজুরি সামলে ৯টা বিশ্বকাপ খেলা কম কথা নয়।
টি-টোয়েন্টি বিশ্বকাপে ৩৬ ম্যাচে সাকিবের রান ৭৪২ আর উইকেট ৪৭টি।আর এই বিশ্বকাপে সবচেয়ে বেশি উইকেটের কীর্তিটা সাকিবেরই। আগের আট বিশ্বকাপে রোহিত শর্মার ম্যাচের সংখ্যা ৩৯, যা এই টুর্নামেন্টের রেকর্ড। ৯ ফিফটিসহ তিনি করেছেন ৯৬৩ রান।
ওয়েস্ট ইন্ডিজ মার্কিন যুক্তরাষ্ট্র-র নবম বিশ্বকাপে সাকিব-রোহিত কি পারবেন তাদের রেকর্ডকে আরো উজ্জ্বল করতে?