পুণে, ২ জুন (হি.স.): পুণে-তে পোর্শে-কাণ্ডের অভিযুক্ত নাবালকের বাবা ও মা-কে আগামী ৫ জুন পর্যন্ত পুলিশ হেফাজতে পাঠাল পুণের জেলা ও দায়রা আদালত। রক্তের নমুনা ম্যানিপুলেশন মামলায় গ্রেফতার করা হয়েছে নাবালকের অভিভাবককে। রবিবার তাঁদের পুণের জেলা ও দায়রা আদালতে পেশ করা হয়। আদালত তাঁদের ৫ জুন পর্যন্ত পুলিশ হেফাজতে পাঠিয়েছে।
উল্লেখ্য, পুণের রাস্তায় বিলাসবহুল গাড়ির ধাক্কায় দু’জনের মৃত্যু হয়। অভিযোগ, ঘটনার সময় মত্ত ছিল নাবালক। সেই তথ্য আড়াল করতে সরকারি হাসপাতালে তার রক্তের নমুনা অন্য কারও সঙ্গে বদলে দেওয়া হয়েছিল বলে আগেই দাবি করেছিল পুলিশ। সেই মামলায় গ্রেফতার করা হয় সাসুন হাসপাতালের ফরেন্সিক বিভাগের প্রধান অজয় তাওরে, চিফ মেডিক্যাল অফিসার হরি হলনোর এবং এক পিয়োনকে। এরপর এই মামলায় নাবালকের মা-কে গ্রেফতার করেছে পুলিশ।