নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ২ জুন: আগামী মঙ্গলবার ৪ জুন ১৮ তম লোকসভা নির্বাচনের ভোট গণনা।
আজ খোয়াই জেলাশাসকের উদ্যোগে ভোট গননাকে সামনে রেখে খোয়াই শহরে ফ্ল্যাগ মার্চ সংগঠিত করা হয়। ভোট গণনার দিন এবং পড়ে যেন শান্তি-শৃঙ্খলার ব্যাঘাত না ঘটে তার জন্য খোয়াইবাসীকে সতর্কবার্তা এবং শান্তির বার্তা দেওয়া হয় জেলা প্রশাসনের উদ্যোগে।
ফ্ল্যাগ মার্চ রেলিতে উপস্থিত ছিলেন, খোয়াই জেলাশাসক চান্দনি চন্দ্রন, মহকুমা শাসক মেঘা জৈন, পুলিশ সুপারিনটেন্ডেন্ট রমেশ যাদব সহ অন্যান্য আধিকারিকগণ।
2024-06-02