কলকাতা, ২ জুন (হি. স.): শনিবার শেষ দফার ভোটের পর যে সব বুথ ফেরত সমীক্ষা প্রকাশিত হয়েছে, তার অধিকাংশেরই অনুমান হল বাংলায় তৃণমূলের চেয়ে ভাল ফল করবে বিজেপি। রবিবার দুপুরে সেই পূর্বানুমানকে এক কথায় খারিজ করে দিতে চাইলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
তৃণমূল নেত্রী এদিন সরাসরি অভিযোগ করে বলেন, এই এক্সিট পোল বিজেপির তৈরি করা। বিজেপি এটা তৈরি করে মিডিয়াকে খাইয়েছে। আমি এই মিডিয়া ক্যালকুলেশন মানি না। মমতার কথায়, দু’মাস আগে এই এক্সিট পোল তৈরি হয়েছে। একজন বিজেপি সাংসদের কোম্পানি তৈরি করেছে। তার পর মিডিয়াকে দেওয়া হয়েছে। মমতা বলেন, এরা নির্লজ্জ মিডিয়া।