ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।।অতিরিক্ত খাতে শতরান পেয়ে সমৃদ্ধ ভবনস্ ত্রিপুরা বিদ্যামন্দিরের স্কোর। বিশেষ করে এই স্কোরের সুবাদে দুর্দান্ত ১১৬ রানের ব্যবধানে জয় পেয়ে লীগ সূচনা করেছে ভবনস্ ত্রিপুরা বিদ্যামন্দির। পরাজিত হয়েছে প্রাচ্য ভারতী স্কুল। নরসিংগড়ের পঞ্চায়েত মাঠে সকালে ম্যাচ শুরুতে টস জিতে ভবনস্ ত্রিপুরা বিদ্যামন্দির প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয়। ব্যাটার্সরা তেমন রান পায়নি, তবে অতিরিক্ত খাতে প্রাপ্ত ১১৪ রানের উপর ভর করে দুর্দান্ত ১৬৮ রানের ইনিংস গড়ে তুলে ভবনস্। দলের পক্ষে অঞ্জুলিকা সূত্রধরের ১৩ রান, স্নিগ্ধা পাল এর ১২ রান ও সানিয়া খাতুনের ১১ রান উল্লেখ করার মতো। প্রাচ্য ভারতীর বর্ণালী দাস, তনয়া বিশ্বাস, বৃষ্টি সরকার ও অনিশা সেন প্রত্যেকটি একটি করে উইকেট পেয়েছে। পাল্টা ব্যাট করতে নেমে প্রাচ্য ভারতীর মেয়েরা ভীষণভাবে ব্যাটিং ব্যর্থতার পরিচয় দেয়। ছয় জন শূন্য হাতে প্যাভেলিয়নে ফেরে। তারাও অতিরিক্ত খাতে ভালোই রান পেয়েছিল। অতিরিক্ত ৪৭ রানকে পুঁজি করে মোট ৫২ রানে প্রাচ্য ভারতীর মেয়েরা ইনিংস গুটিয়ে নিতে বাধ্য হয় ১৫.৫ ওভার খেলে। ভবনস্ ত্রিপুরার সৌনাক্ষী ভৌমিক তিন রানে তিনটি, অঞ্জুলিকা সূত্রধর ৫ রানে এবং উক্তি দাস সাত রানে দুটি করে উইকেট পেয়েছে। প্লেয়ার অফ দা ম্যাচের খেতাব পেয়েছে অঞ্জলিকা সূত্রধর।