ইমফল, ১ জুন (হি.স.) : বন্যার্তদের ত্রাণ ও উদ্ধার করতে রাজ্যের পুলিশ ও সাধারণ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়োগ করেছে মণিপুর সরকার।
মণিপুর সরকার ঘূর্ণিঝড় রেমাল-এর প্রভাবে ক্ষতিগ্রস্তদের জন্য ত্রাণ ও উদ্ধার কার্যক্রমকে আরও গতিশীল করতে বিশেষ পদক্ষেপ নিয়েছে। এর মধ্যে জেলা ও মহকুমা ভিত্তিক রয়েছেন একজন করে নোডাল অফিসার। তাঁদের নিয়ে ত্রাণ ও উদ্ধার কার্যক্রম ত্বরান্বিত করতে একটি সমন্বয় কমিটি গঠন করেছেন রাজ্যের মুখ্যসচিব। সমন্বয় কমিটির কর্মকর্তারা ভুক্তভোগীদের অভিযোগ নিষ্পত্তির তদারকি করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে সমন্বয় রেখে দক্ষ উদ্ধার ও পুনর্বাসন নিশ্চিত করবেন।
মুখ্যসচিবের কড়া নির্দেশ, বন্যা-প্রভাবিত মহকুমাগুলিতে নিয়োজিত নোডাল অফিসাররা নিয়মিত পরিদর্শন, বাসিন্দাদের অভিযোগের সমাধান এবং ২৪x৭ কন্ট্রোল রুম খোলা রাখা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে সমন্বয়ের জন্য দায়বদ্ধ থাকবেন। একইভাবে নোডাল অফিসাররা উদ্ধার অভিযান এবং ত্রাণ শিবিরের তত্ত্বাবধান করবেন। অন্যান্য ক্ষতিগ্রস্ত জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটদেরও একই নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব।
তদুপরি সামগ্রিক উদ্ধার, ত্রাণ এবং পুনর্বাসন প্রচেষ্টার তদারকি ও সমন্বয়ের জন্য মুখ্যসচিবের নেতৃত্বে একটি সমন্বয় কমিটি গঠন করা হয়েছে।