বিশ্বের বৃহত্তম ভোটগ্রহণের দীর্ঘতম প্রক্রিয়া সমাপ্ত হতে চলেছে
৫৭টি লোকসভা আসন এবং সেই সঙ্গে ওড়িশা বিধানসভার ৪২টি কেন্দ্রের জন্য ভোটগ্রহণের প্রস্তুতি নেওয়া হয়েছে
৮টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ১ লক্ষ ৯ হাজার ভোটগ্রহণ কেন্দ্রে ১০ কোটি ৬ লক্ষ ভোটদাতা ছড়িয়ে রয়েছেন মঙ্গলবার ভোটগণনা করা হবে
নয়াদিল্লি, ৩১ মে : ভারতের নির্বাচন কমিশন আগামীকাল, শনিবার লোকসভা নির্বাচনের সপ্তম পর্ব অনুষ্ঠিত করতে সমস্ত রকম প্রস্তুতি গ্রহণ করেছে৷ এটিই এই নির্বাচনের শেষ পর্ব৷ এই পর্বে বিহার, চন্ডীগড়, হিমাচল প্রদেশ, ঝাড়খন্ড, ওড়িশা, পাঞ্জাব, উত্তরপ্রদেশ এবং পশ্চিমবঙ্গ সহ ৮টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ৫৭টি সংসদীয় ক্ষেত্রের জন্য নির্বাচন গ্রহণের নির্ধারিত নির্ঘন্ট রয়েছে৷ একই সঙ্গে ওড়িশা রাজ্য বিধানসভার বাদবাকি ৪২টি বিধানসভা কেন্দ্রের জন্যও নির্বাচন করা হবে৷ এই অন্তিম পর্ব অনুষ্ঠিত হওয়ার মধ্য দিয়ে বিশ্বের বৃহত্তম নির্বাচনের দীর্ঘতম ভোটগ্রহণ প্রক্রিয়া মহা সমারোহে সম্পন্ন হবে৷ এবার নির্বাচন গ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছিল গত এপ্রিল মাসের ১৯ তারিখে এবং ইতিমধ্যেই ৬টি পর্বে লোকসভার ৪৮৬টি আসনের জন্য ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে৷ বিগত ছয়টি পর্বে ২৮টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ভোটগ্রহণ সাবলীল ও শান্তিপূর্ণভাবে সুসম্পন্ন হয়েছে৷ আগামী ৪ই জুন ভোট গণনা অনুষ্ঠিত হতে চলেছে৷
এরই মধ্যে ভোটগ্রহণকারী কর্মীরা ভোটগ্রহণ যন্ত্রসামগ্রী এবং নির্বাচন সংক্রান্ত অন্যান্য সামগ্রী নিয়ে তাদের সংশ্লিষ্ট ভোটগ্রহণ কেন্দ্রগুলির উদ্দেশ্যে রওয়ানা হয়ে গিয়েছেন৷ অন্যদিকে ভোটগ্রহণ কেন্দ্রগুলিও পর্যাপ্ত ছায়া, পানীয় জল, দিব্যাঙ্গ ও অসুস্থ ভোটদাতাদের চলাচলের জন্য রেম্প এবং শৌচাগার সহ সবাই যাতে আরামদায়ক ও সুনিশ্চিত বাতাবরণে ভোট দিতে পারেন সেই সুনিশ্চয়তা নিয়ে ভোটদাতাদের স্বাগত জানাতে প্রস্তুত হয়ে আছে৷ সংশ্লিষ্ট মুখ্য নির্বাচন আধিকারিকগণ এবং রাজ্য প্রশাসনিক ব্যবস্থাকে সম্ভাব্য তাপপ্রবাহ অথবা বৃষ্টিপাতজনিত আবহাওয়ার কারণে যাতে কোন রকম বিরূপ প্রভাব না সৃষ্টি হয় তা প্রতিরোধকল্পে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে নির্দেশ দেওয়া হয়েছে৷
বিগত পর্বগুলিতে উষ্ণ আবহাওয়া থাকা সত্ত্বেও ভোটগ্রহণ কেন্দ্রগুলিতে বিপুল সংখ্যক ভোটদাতা এসেছিলেন ব্যাপক হারে৷ বিগত শেষ দু’টি পর্বে মহিলা ভোটদাতার শতকরা হার পুরুষ ভোটদাতাদের হারকে ছাড়িয়ে গিয়েছে৷ এদিকে নির্বাচন কমিশন আরও বিপুল সংখ্যায় ভোটগ্রহণ কেন্দ্রগুলিতে এসে ভোট দান করতে আহ্বান জানিয়েছেন৷ কমিশন দায়িত্ব ও গর্বের সঙ্গে ভোট দিতে বলেছে৷
সপ্তম পর্বের গুরুত্বপূর্ণ বিভিন্ন প্রসঙ্গ :
৮টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ৫৭টি সংসদীয় ক্ষেত্রের (৪১টি সাধারণ, ৩টি তপশিলি উপজাতি, ১৩টি তপশিলি জাতি) জন্য ২০২৪-এর ১লা জুন সাধারণ নির্বাচন ২০২৪ এর পর্ব-৭ এর ভোটগ্রহণ করা হবে৷ ভোটগ্রহণ শুরু হবে সকাল ৭টায় এবং সংসদীয় ক্ষেত্রসমূহের ধরণ অনুযায়ী ভোটগ্রহণ সমাপ্তির সময়সীমার মধ্যে তারতম্য হতে পারে৷
একই সঙ্গে ওড়িশা বিধানসভা চলমান ভোটগ্রহণ প্রক্রিয়ার বাদবাকি ৪২টি বিধানসভা কেন্দ্রের (২৭টি সাধারণ, ৬টি তপশিলি উপজাতি, ৯টি তপশিলি জাতি) ভোটগ্রহণও অনুষ্ঠিত হবে৷
প্রায় ১০ লক্ষ ৯ হাজার ভোটগ্রহণ কর্মী সারা দেশে বিস্তারিত ১ লক্ষ ৯ হাজার ভোটগ্রহণ কেন্দ্রে ১০ কোটি ৬ লক্ষেরও বেশি ভোটদাতাকে স্বাগত জানাবেন৷
এই ১০ কোটি ৬ লক্ষেরও বেশি ভোটদাতার মধ্যে আনুমানিক ৫ কোটি ২৪ লক্ষ ভোটদাতা পুরুষ, ৪ কোটি ৮২ লক্ষ ভোটদাতা মহিলা এবং তৃতীয় লিঙ্গের ভোটদাতা রয়েছেন ৩৫৭৪ জন৷
৮৫ বছরের ঊধ্বে প্রবীণ-প্রবীণা এবং শারীরিক অক্ষমতাযুক্ত ভোটদাতাদের জন্য বাড়িতেই ভোটদানের সুবিধা রাখা হয়েছে বিকল্প ব্যবস্থা হিসেবে৷
ভোটগ্রহণ কর্মী এবং নিরাপত্তা বাহিনির জওয়ানদের নিয়ে যাওয়ার জন্য ১৩টি বিশেষ ট্রেন এবং ৮টি হেলিকপ্টার (হিমাচল প্রদেশের জন্য) যাতায়াত করেছে৷
ভোটগ্রহণ করার আগের দিনই ১৭২ জন পর্যবেক্ষক (৬৪ জন সাধারণ পর্যবেক্ষক, ৩২ জন পুলিশ পর্যবেক্ষক, ৭৬ জন ব্যয় সংক্রান্ত পর্যবেক্ষক) তাঁদের সংশ্লিষ্ট ভোটকেন্দ্রগুলিতে পৌঁছে গিয়েছেন৷ তাঁরা চূড়ান্ত নজরদারি বজায় রাখতে কমিশনের চোখ ও কানের মতো কাজ করছেন৷ উপরোক্ত কতগুলি নির্দিষ্ট রাজ্যে বিশেষ পর্যবেক্ষকদের মোতায়েন করা হয়েছে৷
ভোটদাতাদের যাতে কোন রকমভাবেই প্ররোচিত করা না হয় তা কঠোরভাবে ও দ্রুততার সঙ্গে সামলানোর জন্য সর্বক্ষণ নজরদারি বজায় রাখতে মোট ২৭০৭টি ফ্লাইয়িং স্কোয়াড, ২৭৯৯টি স্ট্যাটিক সার্ভিলেন্স টিম এবং ৫৬০টি ভিডিও ভিউয়িং টিম কাজ করে চলেছে৷
মদ, ড্রাগ, নগদ ও প্রলোভন সৃষ্টিকারী কোন রকম কাজ কারবার যাতে না হয় তা প্রতিরোধ করতে মোট ২০১টি আন্তর্জাতিক সীমান্ত চৌকি এবং ৯০৬টি আন্ত:রাজ্য সীমান্ত চৌকিতে নজরদারি বজায় রাখা হচ্ছে৷