আগরতলা, ৩১ মে: বিশ্ব তামাকমুক্ত দিবসে রাজ্যে তামাক সেবন হ্রাস করার লক্ষ্যে জিবি হাসপাতালে বিভিন্ন সচেতনতা মূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
প্রসঙ্গত, প্রতি বছর ৩১ মে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত হয়। ১৯৮৭ সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক এই দিবসটি সূচিত হয়েছিল। তার একমাত্র লক্ষ্য তামাক ব্যবহারের সাথে সম্পর্কিত স্বাস্থ্য ঝুঁকি সম্পর্কে সচেতনতা তৈরি করা এবং তামাক সেবন হ্রাস করার জন্য কার্যকর নীতির সমর্থন করা।
এদিন জনৈক ডাক্তার বলেন, রাজ্যেও আজকে বিশ্ব তামাকমুক্ত দিবসটি বিভিন্ন সচেতনতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে পালন করা হয়েছে। এরই অঙ্গ হিসেবে জিবি হাসপাতাল অনুষ্ঠিত হয়েছে বিভিন্ন সচেতনতা মূলক কর্মসূচি। তাছাড়া, এজিএমসি টিচারস ফোরামের উদ্যোগে সচেতনতামূলক আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
পাশাপাশি ডিপার্টমেন্ট অফ কমিউনিটি মেডিসিনের উদ্যোগে সিগনেচার ক্যাম্পেন অনুষ্ঠিত হয়েছে।তাছাড়া আজ বিশ্ব তামাক মুক্ত দিবস উপলক্ষ্যে প্রত্যেক জেলায় বিভিন্ন সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, যেমন- বসে আঁকো প্রতিযোগিতা, ক্যুইজ প্রতিযোগিতা, পোস্টার তৈরী প্রতিযোগিতা, ফোকাস গ্রুপ ডিসকাশন, আলোচনা সভা ও শপথ গ্রহণ ইত্যাদি। এই অনুষ্ঠানগুলিতে আগামী প্রজন্মকে তামাক মুক্ত থাকা ও সুস্থ থাকার জন্য আহ্বান করা হয়। তাছাড়া ধূমপান বা তামাকজাত দ্রব্যের ব্যবহারের ফলে মানবদেহে কি কি সমস্যা হতে পারে সে বিষয়ে সকলকে সচেতন করেন। এর মধ্যে বিদ্যালয়কেগুলিতে তামাক মুক্ত রাথার জন্য সিওটিপিএ আইন বিষয়ে আলোচনা করা হয়।