নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ৩০ মে: অল্পতে প্রাণে বাঁচলো বাইক চালক। ঘটনা বিশালগড়ে। এক বাইক চালক তার বাইক রাস্তার পাশে দাঁড় করিয়ে ঔষধ কেনার জন্য ঔষধের দোকানে গিয়েছিলেন। বাইকটি রেখে যাওয়ার কয়েক সেকেন্ডের মধ্যেই একটি যাত্রীবাহী বাস এসে বাইকে ধাক্কা দেয়। তাতে বাইকটি ক্ষতিগ্রস্ত হলেও বাইকের চালক ভাগ্যক্রমে প্রাণে বেঁচে গেছেন।
ঘটনার বিস্তারিত বিবরণে জানা গেছে, বৃহস্পতিবার যাত্রীবাহী বাস হাসপাতালের সামনে এসে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বাইকের উপর উঠিয়ে দেয়। ঘটনায় চালক ও সহ চালক পালিয়ে যায়। বাইক চালক জানান, বাইক রেখে ওসুধের দোকানে গিয়েছিল। তারপরই এই ঘটনা। কয়েক সেকেন্ড আগে হলেই তার উপরে উঠে যেতো গাড়িটি। খবর পেয়ে বিশালগড় থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে।

