রাজ্যে প্রবেশের পথে প্রচুর পরিমাণ বার্মিজ সিগারেট আটক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ মে: ফের রাজ্যে প্রবেশের পথে সন্দেহজনক একটি গাড়িতে তল্লাশি চালিয়ে প্রচুর পরিমাণ বার্মিজ সিগারেট উদ্ধার করা হয়েছে। 

জানা গেছে, আসাম সিআরবি নাকা পয়েন্টে রুটিন তল্লাশি চলাকালীন সময়ে এএস০১-এনসি-৪৫৮৬ নম্বরের একটি গাড়িকে সন্দেহজনকভাবে আটক করে গাড়িটিতে তল্লাশি চালিয়ে ৪৮ হাজার ৯৬০টি বার্মিজ সিগারেট উদ্ধার হয়। পাশাপাশি মোহম্মদ আরজুল হক নামে এক ব্যক্তিকেও আটক করা হয়েছে। তার বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা নিয়ে তদন্ত শুরু করেছে আসাম পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *