দুমকা, ২৮ মে (হি.স.): বিরোধীদের ইন্ডি জোটের তীব্র সমালোচনা করলেন বিজেপি নেতা তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর মতে, “আদিবাসী সমাজের স্বার্থের সঙ্গে ইন্ডি জোটের কোনও সম্পর্ক নেই। ইন্ডি জোট শাসিত রাজ্যগুলিতে আদিবাসী সমাজ ও সংস্কৃতি বিপন্ন।” মঙ্গলবার ঝাড়খণ্ডের দুমকায় আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “জেএমএম (ঝাড়খণ্ড মুক্তি মোর্চা) জনগণের থালা থেকে রেশন লুট করেছে এবং তাঁরা লজ্জিতও হয়নি। জলজীবন মিশনের অধীনে বাড়িতে জল সরবরাহের ক্ষেত্রেও জেএমএম দুর্নীতি করেছে। দিল্লি থেকে মোদীর পাঠানো বিনামূল্যের রেশন জনসাধারণের মধ্যে বিতরণ করার পরিবর্তে, জেএমএম সেই রেশনের কালোবাজারি করে, কিন্তু মোদী কাউকে গরীবদের খাবার ও জল কেড়ে নিতে দেবে না। ৪ জুনের পর দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা জোরদার হবে, এটাই মোদীর গ্যারান্টি।”
প্রধানমন্ত্রী মোদী আরও বলেছেন, “বিজেপি দলিত, বঞ্চিত ও আদিবাসীদের স্বার্থে নিবেদিত। বিজেপি আদিবাসী কল্যাণের জন্য বাজেট ৪ গুণ বাড়িয়েছে, আদিবাসী এলাকায় ৪০০টিরও বেশি একলব্য আবাসিক স্কুল নির্মাণ শুরু করেছে। ভগবান বিরসার জন্মবার্ষিকীতে জনজাতীয় গৌরব উদযাপন শুরু করেছে, কিন্তু কংগ্রেস আদিবাসীদের উন্নতির জন্য বিজেপির পরিকল্পনার বিরোধিতা করেছিল এবং আদিবাসীদের অবদানকে সামনে আসতে দেয়নি।”
মোদীর কথায়, “রাষ্ট্রপতি নির্বাচনে আদিবাসী সম্প্রদায়ের মেয়েকে পরাজিত করতে ইন্ডি জোটও পূর্ণ শক্তি লাগিয়েছিল এবং তাঁদের কাছে শুধুমাত্র নিজেদের ভোটব্যাঙ্কই গুরুত্বপূর্ণ। আদিবাসী সমাজের স্বার্থের সঙ্গে ইন্ডি জোটের কোনও সম্পর্ক নেই। ইন্ডি জোট শাসিত রাজ্যগুলিতে উপজাতি সমাজ ও সংস্কৃতি বিপন্ন। নকশালবাদ, তোষণ এবং অনুপ্রবেশ হল আদিবাসীদের বিরুদ্ধে ইন্ডি জোটের অস্ত্র।”