নয়াদিল্লি, ২৬ মে (হি. স.) : ফের বিস্ফোরক অভিযোগ আম আদমি পার্টির রাজ্যসভার সাংসদ স্বাতী মালিওয়ালের। তাঁর অভিযোগ, ধর্ষণ এবং খুনের হুমকি দেওয়া হচ্ছে তাঁকে। পাশাপাশি ইউটিউবার ধ্রুব রাঠির পোস্ট করা ভিডিওর পর তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন।
নিজের এক্স হ্যান্ডেলে স্বাতী লেখেন, তাঁকে নানাভাবে হেনস্থা ও ভয় দেখানো হচ্ছে। তাঁকে দলের পক্ষ থেকে অভিযোগ প্রত্যাহার করে নেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছে। এছাড়া, ইউটিউবার ধ্রুব যেভাবে তাঁর বিরুদ্ধে একতরফা ভিডিও দিয়েছে তাতে তিনি বিব্রত বোধ করছেন। তাঁর দাবি, ধ্রুব যেভাবে আম আদমি পার্টির একজন প্রতিনিধি হিসেবে কাজ করছে তার তীব্র প্রতিবাদ করছেন তিনি। ধ্রুবের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনও উত্তর দিচ্ছেন না বলেও জানিয়েছেন স্বাতী।