BRAKING NEWS

এ ডিভিশন সুপারে তন্ময়েরও শতরান পোলস্টারের বিরুদ্ধে লিড কসমোপলিটনের

কসমোপলিটন-‌ ২০৮, ২০৯/‌৯

পোলস্টার-‌১৮১

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।।  প্রথম ইনিংসে বাবুল এবং দ্বিতীয় ইনিংসে তন্ময়। পরিসংখ্যানে বাবুল থেকে তন্ময় এক ধাপ এগিয়ে। কেননা, তন্ময় ১১৯ বল খেলে ১৪ টি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারি হাঁকিয়ে অপরাজিত ভূমিকায় ১০২ রান সংগ্রহ করে। প্রথম ইনিংসে বাবুলের ব্যাট থেকে ১০২ রান এসেছিল ১৪৭ বল খেলে ১২ টি বাউন্ডারি মেরে। এদিকে, প্রত্যাশিতভাবেই অমিমাংশিত অবস্থায় শেষ হলে কসমোপলিটন -‌ পোলস্টার ম্যাচ। তবে প্রথম ইনিংসে এগিয়ে থাকার সুবাদে ৩ পয়েন্ট পেলো কসমোপলিটন ক্লাব। পোলস্টার পেয়েছে ১ পয়েন্ট। রাজ্য ক্রিকেট সংস্থা আযোজিত প্রথম ডিভিশনের সুপার ফোরে। পুলিস ট্রেণিং আকাদেমি মাঠে অনুষ্ঠিত ম্যাচে কসমোপলিটনের ২০৮ রানের জবাবে পোলস্টার প্রথম ইনিংসে ১৮১ রান করে। ২৭ রানে এগিয়ে থেকে দ্বিতীয় দিনে খেলা শেষ হওয়া পর্যন্ত কসমোপলিটন ক্লাব ৯ উইকেট হারিয়ে ২০৯ রান করে। প্রথম দিনের বাবুল দে-‌র শতরানে কসমোপলিটন ২০৮ রান করেছিলো। জবাবে প্রথম দিনে ৪ উইকেট হারিয়ে ৭৭ রান করেছিলো পোলস্টার। রবিবার আরও ১০৪ রান যোগ করার ফাঁকে শেষ ৬ টি উইকেট হারায় পোলস্টার। দলের পক্ষে পৌরুষ মিশ্র ৯৬ বল খেলে ৩ টি বাউন্ডারি ও ৩ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৫৩ এবং জয়ন্ত ভট্টাচার্য ৭১ বল খেলে ২৩ রান করেন। কসমোপলিটনের পক্ষে অভিজিৎ চক্রবর্তী ৪১ রানে ৫ টি এবং চন্দন রায় ৭৯ রানে ৪ টি উইকেট দখল করেন। ২৭ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে খেলার শেষ বল পর্যন্ত কসমোপলিটন ৪৫ ওভার ব্যাট করে ৯ উইকেট হারিয়ে ২০৯ রান করে। দলের পক্ষে তন্ময় ঘোষ ১১৯ বল খেলে ১৪ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১০২, চন্দন রায় ৩৩ বল খেলে ৭ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৪১, শরদ বরণ সিনহা ২৮ বল খেলে ২ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২১ এবং বাসু দাস ৩৫ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১৫ রান করেন। পোলস্টারের পক্ষে সুভাষ চক্রবর্তী ৪২ রানে ৩ টি , তন্ময় ঘোষ ৬ রানে এবং আয়ুষ দেবনাথ ২০ রানে ২ টি করে উইকেট দখল করেন। ব্যাটে বলে দারুন অলরাউন্ড পারফরম্যান্সের সৌজন্যে পৌরুষ মিশ্র পেয়েছে প্লেয়ার অব দ্যা ম্যাচের খেতাব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *