BRAKING NEWS

ওবিসি সার্টিফিকেট নিয়ে হাই কোর্টের নির্দেশে সুপ্রিম কোর্টে যাওয়ার হুঁশিয়ারি মমতার

কলকাতা, ২৩ মে (হি স) : কলকাতা হাই কোর্টের নির্দেশে বাতিল ২০১০ সাল পরবর্তী ওবিসি সার্টিফিকেট। এই নির্দেশকে চ্যালেঞ্জ করে এবার সুপ্রিম কোর্টে যাওয়ার ভাবনা রাজ্যের। বউবাজারে নির্বাচনী প্রচার মঞ্চ থেকে বৃহস্পতিবার এমনই হুঁশিয়ারি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

তিনি বলেন, “হঠাৎ করে বললেন ১৫ লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল। হবে না। সার্টিফিকেট থাকবে। গরমের ছুটি শেষ হয়ে গেলে আমরা উচ্চ আদালতে যাব। আমি জানি কীভাবে নিয়ম বদলাতে হয়। সঠিক করতে হয়। আপনি এ-তে খেলেছেন। আমি বি-তে খেলব। আপনি সি-তে খেলবেন। আমি জেডে খেলব। খেলা হবে।”

সম্প্রতি কলকাতা হাই কোর্টের রায়ে বাতিল হয়ে গিয়েছে ২৬ হাজার শিক্ষকের চাকরি। সেই প্রসঙ্গও তোলেন মমতা। তাঁর তোপ, “কেন ভোটের সময় ২৬ হাজার ছেলেমেয়ের চাকরি খেতে হয়। বোমা ফাটাব। ২৬ হাজার ছেলেমেয়ের চাকরি খেয়ে ভেবেছিল ভবিষ্যৎ বারোটা বাজে। সেদিনই বলেছিলাম এটা হতে দেব না। আমরা সুপ্রিম কোর্টের কাছে কৃতজ্ঞ, তারা রায়টা ঠিকমতো দিয়েছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *