ক‌রিমগ‌ঞ্জের কালিগ‌ঞ্জে প্রায় দু–কোটি টাকার হে‌রোইন সহ গ্ৰেফতার এক

ক‌রিমগ‌ঞ্জ (অসম), ২২ মে (হি.স.) : ক‌রিমগঞ্জ জেলার অন্তর্গত কালিগঞ্জ অভিযান চালিয়ে প্রায় দু-কোটি টাকার মাদক হেরোইন বাজেয়াপ্ত করেছে পু‌লিশ। মাদক পাচারের অভিযগে পুলিশ গ্রেফতার করেছে সূৰ্যদাস গ্রা‌মের বাগবা‌ড়ি এলাকার বাসিন্দা জনৈক আবদুল মতিনের ছেলে বুরহান উদ্দিনকে। এছাড়া মাদক পাচারে ব্যবহৃত চার চাকার গাড়িও বাজেয়াপ্ত করেছে পুলিশ।

জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রা‌ত প্রায় সাড়ে দশটা নাগাদ কালিগঞ্জ পুলিশ ওয়াচপোস্টের কর্মীদের নিয়ে করিমগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার স্থানীয় ডেউয়াকু‌ড়ি গ্রা‌মে মাদক পাচারকারীকে ধরতে ওৎ‌ পে‌তে ব‌সেন। এক সম‌য় এএস ১১ সিসি ৩৬৫৪ নম্বরের একটি যাত্রীবাহী আইরিশ গা‌ড়ি আসলে তার গতিরোধ করে পুলিশের অভিযানকারী দল।

গা‌ড়িতে তালাশি চালিয়ে ২৫টি বাক্স থেকে ৩০০ গ্রাম সন্দেহজনক হে‌রোইন উদ্ধার করা হয়। এর সঙ্গে আটক করা হয় বুরহান‌ উদ্দিনকে।

ধৃত বুরহান উদ্দিনের বিরুদ্ধে এন‌ডি‌পিএস-এর নির্দিষ্ট মামলা রুজু করে গ্রেফতার করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *